সভাপতি’র কলমে
————————–
সুধীবরেষু,

এই বছরে আমরা এমন এক সামাজিক পরিমণ্ডলে জগজ্জননী মা দুর্গার আবাহনে ব্রতী হয়েছি যখন দেশ ও সমাজ এক অনৈতিক কর্তৃত্ববাদী অসহিষ্ণুতা, ধর্মান্ধতা, সীমাহীন দূর্ণীতি ও নানারূপ অর্থনৈতিক সমস্যাবলীর আঁধারে আবৃত ও জর্জরিত হয়ে আছে। সেই তমসা থেকে আলোর পথে উত্তরণের জন্যই আমরা ব্রতী হয়েছি বিশ্বজননী মা-দুর্গার আশীর্বাদপ্রাপ্তির আরাধনায়।

মা দুর্গার আবাহনের মাধ্যম এক মহামিলনের আত্মিক বোধের ক্ষেত্র প্রস্তুত করে। সকল মানুষের মিলনের এমন সর্বাঙ্গীন যোগদান আর কোনো উৎসবে পরিলক্ষিত হয় না – মানবিক সম্পর্কের সহজ আন্তরিকতার স্পর্শে এই উৎসব অনন্য।

সুধীবৃন্দ, আপনাদের ঐতিহ্যের পূর্বপল্লী দুর্গাবাড়ী সমিতি সকলের আন্তরিক প্র‍য়াস ও সর্বাঙ্গীন সহযোগিতায় এই বছর পূজা-আয়োজনের ৩৫ তম বছরে পদার্পণ করলো। আপনাদের সকলের অবগতির জন্য জানাই যে পূর্বপল্লী দুর্গাবাড়ী সমিতির পরিচালনায় শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০শে অক্টোবর থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত এবং শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে ১২ই নভেম্বর মায়ের পূজার আয়োজন করা হয়েছে।

প্রতি বৎসরের মতো এবারের শারদীয় আনন্দোৎসবও আপনাদের সম্মিলিত যোগদানে আনন্দমুখর হয়ে উঠুক এই কামনা করি। সমিতি’র পক্ষ থেকে সকল সুধীজনকে জানাই আন্তরিক ধন্যবাদ যাঁদের সর্বাঙ্গীন সহযোগিতা ব্যাতিত সমিতি’র এই প্রয়াস সর্বতোভাবে সাফল্যমণ্ডিত করে তোলা সম্ভব হতো না।

পরিশেষে পরিচালনা সমিতির সকল সদস্যের তরফ থেকে আপনাদের জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

ধন্যবাদান্তে,

অরবিন্দ রায়